কৃষি ও পল্লী ঋণের সুদ হার প্রসঙ্গে ডিসেম্বর ২১, ২০১৪ তারিখে জারীকৃত বিআরপিডি সার্কুলার নং-১৭ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে ।
উক্ত সার্কুলারের মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা ১১% এ নির্ধারণ করা হয় ।
এক্ষণে, আমানত ও ঋণের সুদ হার এর নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হার এর ঊর্ধ্বসীমা ১১% এর পরিবর্তে ১০% এ পুনঃনির্ধারণ করা হলো।
এ নির্দেশ জুলাই ০১, ২০১৬ তারিখ হতে কার্যকর হবে ।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/brpd/jun152016brpd05.pdf