উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। পুঁজিবাজারে তফসিলি ব্যাংকসমূহের প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি ন্যূনতম পর্যায়ে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতোমধ্যে ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর আওতায় বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। পুঁজিবাজার ও মুদ্রাবাজারের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে উক্ত নির্দেশনাসমূহের যথাযথ পরিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সেপ্টেম্বর, ২০১৩ হতে Solo ভিত্তিতে এবং ফেব্রুয়ারি, ২০১৪ হতে Solo ও Consolidated উভয় ভিত্তিতে মনিটরিং অব্যাহত রাখা হয়েছে। একই সাথে সার্বিক অর্থনীতির বিকাশের স্বার্থে একটি গতিশীল পুঁজিবাজার সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক কতৃর্ক বিভিন্ন নীতিগত সমর্থন প্রদানও অব্যাহত রয়েছে। এক্ষণে, তফসিলি ব্যাংকসমূহের পুঁজিবাজার বিনিয়োগের সবর্ েশষ পরিস্থিতি বিবেচনায় আইনগত বাধ্যবাধকতা পরিপালনার্থে বাংলাদেশ ব্যাংকের নীতিগত সমর্থন বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে-
১) জানুয়ারি, ২০১৬ হতে তফসিলি ব্যাংকসমূহ কর্তৃক বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে প্রতিষ্ঠিত বিভিন্ন সাবসিডিয়ারী কোম্পানীতে প্রদত্ত মূলধনের বিপরীতে ধারণকৃত ইক্যুয়িটি শেয়ার Solo ভিত্তিতে পুঁজিবাজার বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না।
২) ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত ডিওএস সার্কুলার নং-০২/২০১৩ এর ২(১)(ক) ক্রমিকে বর্ণিত নির্দেশনা এবং ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ এর সাথে প্রদত্ত ছক জানুয়ারি, ২০১৬ হতে সংশোধিত হিসেবে গণ্য হবে। উল্লিখিত সার্কুলার ও সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হ’ল।
বর্ণিত সংশোধনীর আলোকে ব্যাংকসমূহ কর্তৃক প্রতি মাসে দাখিলযোগ্য পুঁজিবাজার বিনিয়োগ সংক্রান্ত বিবরণীর (TICM) ছক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছকের Soft copy ডিপার্টমেন্টে অব অফসাইট সুপারভিশন হতে সংগ্রহ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া হ’ল।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/dec202015dos03.pdf