উপরোক্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ২৫/০২/২০১৬ তারিখের পরিপত্র (স্মারক নম্বর-বাম/টিও-২/এ-৪০/২০১৪/৫৭) এর (কপি সংযুক্ত) প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক অবহিত করা যাচ্ছে যে, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ১৩(১) ধারার বিধানমতে Independent Power Producers (IPP), Small Independent Power Producers (SIPP) এবং Commercial Power Producers (CPP) এবং এই ধরনের ব্যবসায় নিয়োজিত সকলকে Bangladesh Independent Power Producers’ Association (BIPPA) এর সদস্যপদ আবশ্যিকভাবে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
BIPPA এর সদস্যপদ গ্রহণের বিষয়ে জারীকৃত এই পরিপত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ্সঙ্গে যুক্ত করা হলো।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/mar162016fepdl06.pdf