দেশের আর্থিক সেবা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার কৃষক, বিভিন্ন ভাতাভোগী, স্কুল/কলেজের শিক্ষার্থী, কর্মজীবী পথশিশু-কিশোরসহ বিভিন্ন আর্থিক সেবা প্রত্যাশী জনগোষ্ঠীর জন্য নূন্যতম ১০(দশ), ৫০(পঞ্চাশ) ও ১০০(একশ) টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংক হতে বিভিন ড়ব সময়ে নিদের্শ না প্রদান করা হয়েছে। ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অন্তভুর্ িক্ত কার্যক্রমকে আরো বৃহৎ পরিসরে নিয়ে দেশের অর্থনীতিকে সুদৃঢ় পর্যায়ে উনড়বীত করতে হলে এ ধরনের হিসাবগুলোকে অধিকতর সচল, আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তোলা জরুরী।
এ বিবেচনায় ব্যাংকসমূহে প্রচলিত কৃষকদের জন্য ব্যাংক হিসাব, স্কুল ব্যাংকিং, কর্মজীবী পথশিশুকিে শারদের ব্যাংকিং হিসাবসহ সব ধরণের ১০(দশ), ৫০(পঞ্চাশ) ও ১০০(একশ) টাকায় খোলা হিসাবসমূহে ব্যাংকের বিদ্যমান বিভিন্ন ধরনের সঞ্চয়ী হিসাবের মধ্যে প্রদত্ত সর্বোচ্চ মুনাফা/সুদ হার প্রযোজ্য করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।