আপনারা অবগত আছেন যে, ফেব্রুয়ারি, ২০১২ হতে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকায় রক্ষিত তফসিলী ব্যাংক সমূহের চলতি হিসাবের মাধ্যমে সরাসরি প্রাপকের হিসাবে জমা করার নির্দেশনা সহকারে পরিশোধের বিধান চালু হয়েছে।
কিন্তু কোনো কোনো তফসিলী ব্যাংক তাদের সংশ্লিষ্ট শাখার গ্রাহকের হিসাবে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপন করছে বলে অভিযোগ উত্থাপিত হচ্ছে। প্রাইজবন্ড পুরস্কারের অর্থ যথাসম্ভব দ্রুত প্রাপকের হিসাবে জমা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসকে জরুরী ভিত্তিতে নির্দেশনা দানের জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।