Upcoming CIB Online Solution দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে অত্র ব্যুরোর পত্র নং-সিআইবি-২(৩)/২০১৫-১৭৬৬ তারিখ ১৪/০৬/২০১৫ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
আপনারা অবগত আছেন যে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উদ্যোগে New CIB Online Solution তৈরী করা হয়ছে। ০১ অক্টোবর ২০১৫ তারিখ হতে উক্ত Solution এর Live Operation চালু করা হবে । এতদ নিমিত্তে উক্ত সিস্টেমে সিআইবি সংশ্লষ্টি তথ্য প্রেরণ এবং সিআইবি রিপোর্ট সংগ্রহে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে-
(১) New CIB Online Solution এর জন্য আপনাদের প্রতিষ্ঠানকে ইতোমধ্যে সরবরাহকৃত User ID এবং Password এর মাধ্যমে ০১ অক্টোবর ২০১৫ তারিখ হতে নতুন সিস্টেমে সিআইবি রিপোর্ট প্র ̄‘তকরা।
(২) শুধুমাত্র New CIB Online Solution এর Monthly Batch Contribution অব্যাহত রাখা।
উল্লেখ্য যে, ০১ অক্টোবর ২০১৫ হতে পূর্বের ঝুংঃবস বিলুপ্ত বলে গন্য হবে এবং সিআইবি সার্কুলার নং- ০২/২০১১ তারিখঃ ০৪/০৫/২০১১ এর সকল নির্দেশনা New CIB Online Solution এর ক্ষেত্রে বহাল থাকবে।
এমতাবস্থায়, New CIB Online Solution এর সফল বাস্তবায়নের লক্ষ্যে ০১ অক্টোবর ২০১৫ হতে উপরোক্ত বিষয় পরিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।