শীর্ষক বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকার ০২.০৭.২০১৫ তারিখের পত্র নং ০৮.০৪.০০০০.০১২.২২.০৪৩.০০৬.১৪.১৪৮৪ এবং জাতীয় রাজস্ব বোর্ডের ৩০.০৬.২০১৫ তারিখের পত্র নং ০৮.০১.০০০০.০৩০.০৩.০০৯.১৫/৫৩ এর সূত্রে অবহিত করা যাচ্ছে যে,
১. বাজেট কার্যক্রম ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর 52D ধারা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুসারে বিদ্যমান ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউ. এস. ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড-এই ৩(তিন)টি বন্ডের যে কোন পরিমাণ বিনিয়োগের বিপরীতে অর্জিত সুদ-এর উপর উৎসে কর কর্তন প্রযোজ্য হবনা।
২. উপরি-উল্লিখিত বিধান ০১.০৭.২০১৫ খ্রিঃ থেকে কার্যকর হবে।