শিরোনামোক্ত বিষয়ে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, ঢাকা কর্তৃক ১৫ মে, ২০১৩ তারিখে জারীকৃত গণবিজ্ঞপ্তি নং-০৭(২০১২-২০১৫)/রপ্তানি আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অপর পৃষ্ঠায় হুবহু পুনঃমুদ্রিত হলো।
গণবিজ্ঞপ্তি নং-০৭(২০১২-২০১৫)/রপ্তানি, তারিখ: ১৫ মে, ২০১৩।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহে পান (Betel Leaf) রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো”।