রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় বাল্ক আকারে উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে প্রচ্ছন্ন রপ্তানিকারকের অনুকূলে ঋণ সুবিধা প্রদান প্রসঙ্গে।
শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত এফই সার্কুলার নং ২৫, তারিখ ডিসেম্বর ২২, ২০০৯ ও পরবর্তী সময়ে জারিকৃত সংশ্লিষ্ট সকল এফই সার্কুলারের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
ইডিএফ সংক্রান্ত সার্কুলার অনুযায়ী সুনির্দিষ্ট রপ্তানি কার্যক্রম পরিচালনার নিমিত্তে প্রয়োজনীয় উৎপাদন উপকরণাদি আমদানির বিপরীতে ইডিএফ এর আওতায় ঋণ সুবিধা ছাড়াও কতিপয় এসোসিয়েশনের সদস্যভুক্ত প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে বাল্ক আকারে উৎপাদন উপকরণাদি আমদানির সুবিধা প্রযোজ্য রয়েছে। বাল্ক আকারে আমদানির বিপরীতে ইডিএফ এর আওতায় ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে গ্রাহক প্রতি সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। তবে উক্ত সীমা সংশ্লিষ্ট প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিগত বারো মাসে স্থানীয় (প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যক্ষ রপ্তানি আয়সহ) সরবরাহের বিপরীতে প্রত্যাবাসিত ক্সবদেশিক মুদ্রার চেয়ে বেশী হবে না।
সম্প্রতিকালে ইডিএফ এর আওতায় বাল্ক আকারে আমদানির নিমিত্তে ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরবরাহের বিপরীতে ক্সবদেশিক মুদ্রায় প্রত্যাবাসিত মূল্য বিবেচনায় না নিয়ে সার্কুলারে বর্ণিত সর্বোচ্চ সীমা অনুযায়ী ঋণ প্রদানের নজির বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে। প্রচ্ছন্ন রপ্তানিকারকের অনুকূলে বাল্ক আকারে উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে ইডিএফ ঋণ অনুমোদনকালে সংশ্লিষ্ট সার্কুলারে বর্ণিত নির্দেশনা অনুযায়ী গ্রাহক প্রতি ঋণ সীমার নির্দেশিত মাত্রা অতিক্রম না করার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া যাচ্ছে।
~~~~~~~~~~
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/sep042016fepdl24.pdf