Section | Contents | Circular |
1.3.3 | রপ্তানি প্রক্রিয়াকরন এলাকা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল ও বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরন এলাকা ছাড়া বাংলাদেশের অন্যান্য সকল এলাকায় নীতি প্রযোজ্য হবে । | FEPD CIRCULAR LETTER NO. 28 DATED 11.12.2012. |
2.5.1 | ঋনপত্র (এলসি) ছাড়া রপ্তানির সুযোগঃ এলসি ছাড়াও বাইং কণ্ট্রাক্ট, চুক্তি, পার্চেজ অর্ডার কিংবা অ্যাডসন্সড্ পেমেন্টের বিপরীতে ব্যাংক হতে EXP (Export Permit) সংগ্রহের ভিত্তিতে রপ্তানি করা যাবে; অগ্রিম নগদায়নের ক্ষেত্রে কনসাইনমেন্টে ভিত্তিতে সকল প্রকার পন্য এলসি ছাড়া রপ্তানির অনুমোদন দেয়া হবে। অগ্রিম নগদায়নের আওতায় TT ও অন্তর্ভুক্ত থাকবে । | FEPD CIRCULAR LETTER NO. 25 DATED 13.08.2013. |