কোনো কোনো তফসিলী ব্যাংক আমদানি ঋণপত্রের বিপরীতে বিলের মূল্য পরিশোধে অনাকাঙ্খিত বিলম্ব করছে মর্মে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ আসছে। এর ফলে দেশের ব্যাংক ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং বিলম্বের জন্য সুদ পরিশোধসহ ঋণপত্রে বিদেশী ব্যাংকের কনফার্মেশন বাবদ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা বৈদেশিক আমদানিকে ব্যয়বহুল করছে। এ ধরণের অনিয়মের ফলে আমদানি ব্যয়ের বৃদ্ধি সরাসরি দ্রব্যমূল্যকে বিরূপভাবে প্রভাবিত করে, যাতে জনস্বার্থ বিঘ্নিত হয়।
অতএব, অনুমোদিত ডিলার ব্যাংকের স্থাপিত আমদানি ঋণপত্রের বিপরীতে সরবরাহকারীর বিলের স্বীকৃত দায়ের মূল্য যথাসময়ে (Value Date/Maturity Date) পরিশোধ সম্পন্ন করার জন্য ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ৪৫ নং ধারায় অর্পিত ক্ষমতাবলে আপনাদেরকে নির্দেশ দেয়া হলো। এই নির্দেশ পরিপালনে ব্যর্থতায় আইনের ১০৯(৭) নং ধারার আওতায় জরিমানা আরোপযোগ্য হবে।