ব্যাংক কোম্পানীর ধারণকৃত শেয়ার সংক্রান্ত তথ্য প্রসংগে ।
উপর্যুক্ত বিষয়ে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এখন হতে ব্যাংক কোম্পানীর ধারণকৃত শেয়ার (ক্রয়সূত্রে, বন্ধক ভিত্তিতে এবং গচ্ছিত গ্রহণের মাধ্যমে) সংক্রান্ত তথ্যাদি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে নিয়মিত মাসিক ভিত্তিতে দাখিল করতে হবে ।
এ লক্ষ্যে প্রতি মাসের বিবরণী সংযুক্ত ছকে পরবর্তী মাসের ৭(সাত) তারিখের মধ্যে এবং শুধুমাত্র জুন, ২০০৯ ভিত্তিক বিবরণীটি ১৫/০৭/২০০৯ তারিখের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়া যাচ্ছে ।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
সংযুক্তি ঃ বর্ণনা মোতাবেক।
~~~~~~~~~~
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dos/jul062009dosl13.pdf