গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রাঞ্জাকশান্স, ২০০৯ (ভলিয়ূম-১) এর ১৩ অধ্যায়ের সেকশন- II, ১৫ অনুচ্ছেদ অনুযায়ী নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের গ্রাহক কতৃর্ক বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত (Appendix 5/69 অনুযায়ী পূরণকৃত) ফরমের মাধ্যমে এডি ব্যাংকে হিসাব খোলার আবেদন করার এবং ফরমের সাথে বিদেশস্থ বাংলাদেশ মিশন বা এডি ব্যাংকের পরিচিত কোন ব্যাংক বা ব্যক্তি কর্তৃক সত্যায়িত গ্রাহকের ১ সেট নমুনা স্বাক্ষর দাখিল করার নির্দেশনা রয়েছে।
এই মর্মে সিদ্ধান্ত্ম গৃহীত হয়েছে যে, এখন হতে Appendix 5/69 পূরণের কোন আবশ্যকতা নেই। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন বা এডি ব্যাংকের পরিচিত কোন ব্যাংক বা ব্যক্তি কর্তৃক সত্যায়িত গ্রাহকের ১ সেট নমুনা স্বাক্ষর গ্রহণ অব্যাহত রেখে প্রচলিত হিসাব খোলার আবেদন পত্রের মাধ্যমেই উল্লিখিত হিসাব খোলা যাবে।