বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিল্যান্স বিভাগে স্থাপিত “হেল্প ডেস্ক” এর নাম সম্প্রতি পরিবর্তন করে “গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র” (Customers’ Interests Protection Centre‐CIPC) করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিসে স্থাপিত “হেল্প ডেস্ক”ও এখন থেকে পরিবর্তিত নামে অভিহিত হবে।
আপনাদের সকল বিভাগ/অফিস/শাখাকে বিষয়টি অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/dfei/sep152011feivd01.pdf