গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক ২৭.০২.২০১৩ তারিখে জারীকৃত ”বাংলাদেশ-ভুটান দ্বিপাকি চুক্তি” এর আওতায় শুল্ক-কর অব্যাহতি সংক্রান্ত এস,আর,ও নং-৫৬-আইন/২০১৩/২৪২৩/শুল্ক এর প্রতিলিপি আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এতদসংগে সংযুক্ত করা হলো।